মোদি-শি বৈঠক: ভারত-চিন রুটে সরাসরি বিমান চালুর ঘোষণা

তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার এতটা উষ্ণতা দেখা গেল ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে। বৈঠকে মোদি বলেন, “পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।” এই পদক্ষেপ শুধু পর্যটন বা বাণিজ্যের জন্য নয়, কূটনৈতিক স্তরেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক আরোপের প্রেক্ষিতে চিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার এই প্রয়াস ভারতীয় পররাষ্ট্রনীতিতে নতুন মোড় আনতে পারে। SCO সম্মেলনের মঞ্চে এই সিদ্ধান্ত শুধু প্রতীকী নয়, বাস্তবিক পরিবর্তনের সূচনা বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, সাত বছর পর চিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি শি-র সঙ্গে এই বৈঠকে মিলিত হন। গালওয়ান সংঘর্ষের পর এই বৈঠককে ভারত-চিন সম্পর্কের বরফ গলার প্রথম বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের আবহে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির ফলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। অতীতে যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করেছে ভারত ও চিনকে দূরে রাখতে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সমীকরণকে বদলে দিতে পারে।

About The Author