নাম পাল্টে দশ বছর! মালদায় ধরা পড়ল বাংলাদেশি যুবক, তদন্তে চক্রের গন্ধ

মালদা: অবশেষে ধরা পড়ল পরিচয় বদলে ভারতে বসবাসকারী এক বাংলাদেশি যুবক। ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার রাতে মহদিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ধৃতের নাম হৃদয় মিয়াঁ (২০)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায়। অভিযোগ, প্রায় দশ বছর আগে শিশু অবস্থায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। এরপর ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নাম পরিবর্তন করে মালদায় স্থায়ীভাবে বসবাস করছিল।

স্থানীয়দের সন্দেহে তাকে আটক করা হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে হৃদয় নিজেই স্বীকার করে সে বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে এদেশে বসবাস করছিল। কীভাবে সে নথিপত্র সংগ্রহ করেছে, কারা তাকে সহযোগিতা করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হলে পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানায়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই যুবকের সঙ্গে কোনও স্থানীয় চক্র যুক্ত আছে কি না।

About The Author