রাতের অন্ধকারে চা পাতা চুরির দায়ে ধৃত সিভিক ভলান্টিয়ার

শিলিগুড়ি: গোরা মোড় টি পার্ক এলাকায় চা পাতার গাড়ি থেকে নিয়মিত চুরি হচ্ছিল। অভিযোগ জমা পড়ে এনজেপি থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই চুরির সঙ্গে জড়িত একজন সিভিক ভলান্টিয়ার—যিনি কাশ্মীর কলোনিতে ট্র্যাফিক সামলানোর দায়িত্বে ছিলেন।

শুক্রবার গভীর রাতে তাকে ও এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সিভিক ভলান্টিয়ারের বাড়ি রাজগঞ্জ ব্লকের বেলাকোবায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত স্পিড ব্রেকারের সামনে গতি কমালে চায়ের বস্তা নামিয়ে নেওয়া হতো। ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন, গ্রাহকরা কম পরিমাণ চা পাচ্ছেন।

শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে দু’জনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয়।

About The Author