কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল। কমিশন জানাল, আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে নির্দেশ দেয়—যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বা যাঁরা ‘দাগি’ হিসেবে চিহ্নিত, তাঁদের কোনওভাবেই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।
শীর্ষ আদালত জানতে চায়, কতজন ‘অযোগ্য’ প্রার্থী রয়েছেন? এসএসসি জানায়, সংখ্যাটা প্রায় ১৯০০। কমিশনকে নির্দেশ দেওয়া হয়, এই তালিকা প্রকাশ করে নিশ্চিত করতে হবে যে একজনও ‘দাগি’ পরীক্ষায় না বসেন। মামলাকারীদের মধ্যে কেউ কেউ দাবি করেন, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালত রাজ্য ও কমিশনকে প্রশ্নের মুখে ফেলে।
আদালতের স্পষ্ট বার্তা—৭ ও ১৪ সেপ্টেম্বরেই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা, কোনও স্থগিতাদেশ নয়। পরীক্ষার দিন নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে এসএসসি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের দুই স্তরে মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসবেন।

