কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ফের একবার বলিউডের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ—বলিউডের কিছু ছবি ইচ্ছাকৃতভাবে বাংলার ইতিহাস বিকৃত করছে, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করছে, এবং বাঙালি অস্মিতাকে আঘাত করছে।
“ক্ষুদিরাম বসুকে বলছে ক্ষুদিরাম সিং! বারীন্দ্রকুমার ঘোষকে বানিয়ে দিয়েছে অমৃতসর থেকে আসা বীরেন্দ্র কুমার! লজ্জা করে না?”—উচ্চকণ্ঠে প্রশ্ন তুললেন মমতা।
মমতার কথায়, ‘বাংলার ইতিহাস ভুলে এখন টাকা দিয়ে দিয়ে সিনেমা বানাচ্ছে, বাংলাকে অপমান করার জন্য। ক্ষুদিরাম বসুকে বলছে কি না ক্ষুদিরাম সিং!’
তিনি নাম না করে ‘কেশরী চ্যাপ্টার ২’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর নির্মাতাদের উদ্দেশে বলেন, “টাকা দিয়ে দিয়ে সিনেমা বানাচ্ছে, বাংলাকে অপমান করার জন্য। বাংলার ইতিহাস ভুলে গেছে। তখন তো আমরা ছিলাম না, এর দায় আমরা নেব না।”
মঞ্চে দাঁড়িয়ে আরও বলেন, “বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে, তাহলে ‘জন গন মন’ বলে জাতীয় সংগীত গাও কী করে?”