কোচবিহার: বিয়েবাড়ির আনন্দ, নাচ-গান, আর একটু অতিরিক্ত মদ্যপান—তার পর যা ঘটল, তা কেউ কল্পনাও করেননি।
কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে জামালদার বাসিন্দা সফিয়াদ্দিন মিয়াঁ, নেশাগ্রস্ত অবস্থায় ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন বাংলাদেশে। সেখানে তাঁকে আটক করে বিজিবি। শুরু হয় এক অজানা অধ্যায়—দেড় বছরের কারাবাস, অজানা ভাষা, অচেনা মানুষ, আর অপেক্ষা।
সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনা হয়। পরিবারের চোখে জল, মুখে বিস্ময়— “বিয়েবাড়ির রাতটা যদি না যেত…”
ঘটনার কথা স্বীকার করলেন নিজেই। জানা গেল ব্যক্তির নাম, সফিয়াদ্দিন মিয়াঁ। তিনি বলেন, বিয়ে বাড়িতে মদ খেয়ে অসাবধান হয়ে বাংলাদেশে চলে গিয়েছিলেন। যদিও বাংলাদেশে নাকি তার থাকা, খাবার নিয়ে বিশেষ অসুবিধা হয়নি।
- মেখলিগঞ্জের সীমান্তবর্তী গ্রামে এক বিয়েবাড়িতে মদ্যপান করেন জামালদার বাসিন্দা।
- রাতের অন্ধকারে ভুল করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ।
- বাংলাদেশের বিজিবি তাঁকে আটক করে, পরে আদালতের নির্দেশে কারাবন্দী করা হয়।
- দেড় বছর পর কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরলেন তিনি।

