জ্বর-জন্ডিস আবহে কিশোরের অকালমৃত্যু! ফের আতঙ্ক রাজগঞ্জের সন্ন্যাসীকাটায়

জলপাইগুড়ি: জ্বর-জন্ডিস আবহে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্রের ‘অকালমৃত্যু’ ঘিরে ফের আতঙ্ক রাজগঞ্জের সন্ন্যাসীকাটায়।

তিন দিন আগে জন্ডিস, জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ছেলেটির মৃত্যু হয়। নাম, আব্দুল রাজ্জাক। ১৭ বছর বয়সী ছেলেটি এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিত।

পরিবার সূত্রে জানা গেল, ক’দিন আগে আব্দুল রাজ্জাকের রক্তের নমুনা নেওয়া হয়েছিল মেডিকেল ক্যাম্পে। তারপর ছেলেটির হেপাটাইটিস, ল্যাপ্টোস্পাইরা পজিটিভ পাওয়া যায় বলে দাবি। যদিও বিষয়টি নিশ্চিত করেনি স্বাস্থ্যদপ্তর। এরপর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় কিশোরকে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ খবর আসে ছেলেটির মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ফের একবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে চেকরমারি গ্রামের বাসিন্দারা যাদের দীর্ঘদিন থেকেই হ্যাচারীর ওপর ক্ষোভ ছিল, তারাও এই ঘটনার পর বলতে শুরু করেছেন হ্যাচারির কারণেই মৃত্যু হয়েছে। কিশোরের মৃত্যুর সঠিক কারণ কি তা অবশ্য তদন্তসাপেক্ষ।

প্রসঙ্গত, সন্ন্যাসীকাটায় চেকরমারী, গিরনগছ সহ বেশ কিছু গ্রামে বিগত এক মাস ধরে জ্বর জন্ডিসের মত লক্ষণ। লেপ্টোস্পাইরা, হেপাটাইটিস রোগের সংক্রমণ ছড়াতেই আতঙ্ক। এখনও পর্যন্ত প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি।

একমাস আগে শ্যামলী দাস নামের এক মহিলার মৃত্যুতে আতঙ্ক ছিলই। বৃহস্পতিবার সকালে মারা গেল গিরণগছ গ্রামের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবদুল রাজ্জাক।

এলাকার প্রধান সূত্রে দাবি, ছেলেটির অন্যান্য রোগ ছিল। জন্ডিস, পায়ে আঘাতও নাকি ছিল। পরিবারটির সঙ্গে যোগাযোগ হয়েছে ‘আমরা নজর রাখছি’, বলেন তৃণমূল নেতা রৌশন হাবিব। যদিও এই ব্যাপারে এখনো রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা স্বাস্থ্য দপ্তরের থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About The Author