প্ল্যাকার্ড হাতে চাকরিপ্রার্থীদের প্রতিবাদে থমকে গেল মুখ্যমন্ত্রীর সভা

বর্ধমানে সরকারি কর্মসূচির মাঝে মুখ্যমন্ত্রীর ভাষণ থামিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা। ২০২২-র TET উত্তীর্ণদের নিয়োগ দাবিতে সরব প্রতিবাদ।

বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই নাটকীয়ভাবে দৃশ্যপটে হাজির হন একদল চাকরিপ্রার্থী। হাতে প্ল্যাকার্ড, মুখে নীরব প্রতিবাদ—২০২২-র TET উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে।

প্ল্যাকার্ডে লেখা ছিল, “প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বার্তা দিন মুখ্যমন্ত্রী।” এই দৃশ্য দেখে মুখ্যমন্ত্রী বিরক্ত হন এবং সভার মাঝেই বক্তব্য থামিয়ে দেন। পরে জানা যায়, চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের দাবি, ২০২২ সালে TET উত্তীর্ণ হওয়ার পর বলা হয়েছিল ৫০ হাজার শূন্যপদে নিয়োগ হবে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও কোনও নিয়োগ হয়নি।

মুখ্যমন্ত্রী সভা শেষ করে চলে যাওয়ার পর চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। তাঁদের দাবিপত্র গ্রহণ করা হয় এবং দাবি-দাওয়ার কথা শোনা হয়।

এদিকে শুধু ২০২২ নয়, ২০১৪ থেকে ২০১৭-র TET উত্তীর্ণরাও মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভে নেমেছেন।

এই প্রতিবাদ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মুখ্যমন্ত্রীর সভায় সরাসরি প্রতিবাদ দেখিয়ে চাকরিপ্রার্থীরা বুঝিয়ে দিলেন—শুধু প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ।

About The Author