প্রেমের টানে ভারতে ঢুকে আটক বাংলাদেশী গৃহবধূ, মালদার প্রেমিক

কোচবিহার: প্রেমের টান যে কোনও সীমানা মানে না, তারই এক নাটকীয় উদাহরণ ধরা পড়ল মেখলিগঞ্জ সীমান্তে।

ইনস্টাগ্রামে পরিচয়, সেই থেকে প্রেম! আর সেই প্রেমের টানে বাংলাদেশী গৃহবধূ গুলশানা আক্তার বৈধ পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে ঢুকে পড়েন। এদিকে, তাকে নিতে চলে আসেন মালদার বাসিন্দা দত্ত যাদব, যিনি কর্ণাটকের বিদার জেলায় ঠিকাদারের কাজ করেন।

দু’জনেই বিবাহিত, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক পরিণত হয় পরকীয়া প্রেমে। জানা গেল, গত জুলাই মাসে গুলশানা র ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন। বিএসএফের সন্দেহে তাদের আটক করা হয় এবং ভারতীয় পাসপোর্ট আইন ও ফরেনারস অ্যাক্ট ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এই ঘটনায় প্রেমের নামে সীমান্ত লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও বৈধতার প্রশ্নও উঠে এসেছে। ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে দু’জনকে, এবং তদন্ত চলছে।

About The Author