শিলিগুড়ি: সাড়ে ৩ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে! মেয়ে জন্মানোয় ক্ষোভ নাকি ছিলই, সুযোগ পেয়েই নিজের একরত্তি মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেছে বাবা, অভিযোগ স্ত্রীর। শিলিগুড়ির ৪৩ নং ওয়ার্ডের প্রকাশ নগরের ঘটনায় ব্যাপক হইচই! যদিও অভিযুক্তের বোনের দাবি, খুন করেছে সেটা কেউ দেখেনি, এমন অভিযোগ ভিত্তিহিন।
ঘটনার কথা জানাজানি হতেই এদিন সকালে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পরিবারের লোকেরা ওই শিশুকন্যাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
এদিন জেলা হাসপাতালের সামনে থেকেই অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। পরিবার সূত্রের খবর, কন্যাসন্তান হওয়ায় ক্ষুব্ধ ছিলেন ওই তরুণ। প্রতিবেশীদের অনেকের ধারণা, সেই ক্ষোভ থেকে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। পুলিশ ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে, অভিযুক্তের বোনের দাবি, তাঁর দাদার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সবকিছু স্পষ্ট হবে।

