বাইকে বসা রাহুল গান্ধির গালে চুমু যুবকের! ‘ভোটার অধিকার যাত্রা’-র ভাইরাল মুহূর্ত

বিহারে রাহুল গান্ধির গালে যুবকের চুমু, সাংবাদিক বৈঠকে বিয়ের প্রসঙ্গ— ‘ভোটার অধিকার যাত্রা’-য় হাসি, উচ্ছ্বাস আর রাজনৈতিক বার্তার মিশেল।

পূর্ণিয়া থেকে আরারিয়া— ‘ভোটার অধিকার যাত্রা’ (Voter Adhikar Yatra)-র পথে বুধবার এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল বিহার। কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) বাইকে চড়ে যাত্রা করলেন, আর সেই পথেই এক যুবক এসে গালে চুমু দিয়ে বসেন। মুহূর্তের জন্য থমকে যায় বাইক, নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে যুবককে ধরে ফেলেন, কেউ একজন থাপ্পড়ও মারেন। কিন্তু রাহুলের মুখে তখনও হাসি, বাইক চালিয়ে এগিয়ে যান তিনি।

এই যাত্রা ছিল ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (Special Intensive Revision বা SIR)-এর বিরুদ্ধে প্রতিবাদ। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেন— “ভোট চোর, গদ্দি ছোড়”। রাহুলও পাল্টা স্লোগানে সাড়া দেন।

‘ক্যাপ্টেন পুল’-এর কাছে খোলা গাড়ি ছেড়ে বাইকে ওঠেন রাহুল। পেছনে ছিলেন বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমার (Rajesh Kumar) । পাশে বাইকে ছিলেন রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav), CPIML নেতা দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) সহ অন্যান্য INDIA জোটের নেতা। বহু যুবকও বাইকে যাত্রায় যোগ দেন।

আরারিয়ায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল ও INDIA জোটের নেতারা। সেখানে উঠে আসে এক মজার প্রসঙ্গ—বিয়ে। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (Ram Vilas)-এর নেতা চিরাগ পাসওয়ান (Chirag Paswan)-কে নিয়ে প্রশ্নের উত্তরে তেজস্বী বলেন, “চিরাগ আমার দাদা। আমি বলব, ওর বিয়ে করা উচিত।” পাশে বসে থাকা রাহুল, যিনি ৫৫ বছর বয়সেও অবিবাহিত, হেসে বলেন, “এই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য।”

তেজস্বী সঙ্গে সঙ্গে বলেন, “পাপা (লালু প্রসাদ) তো আপনাকে অনেকদিন ধরেই বলছেন!” উপস্থিত সবাই হেসে ওঠেন। এই হাসির মুহূর্তে রাজনীতির কড়া বার্তার ফাঁকে যেন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল বিহার।

রাহুল পরে দিল্লি ফিরে যান। সোমবার যাত্রা বন্ধ থাকবে, মঙ্গলবার সুপৌল (Supaul) থেকে আবার শুরু হবে ‘ভোটার অধিকার যাত্রা’।

About The Author