ঝড়-বৃষ্টির সুযোগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন বাংলাদেশের পুলিশকর্তা। হাকিমপুর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েন তিনি।
বসিরহাট: এবার বিএসএফ-র হাতে ধরা পড়লেন বাংলাদেশের রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক আফরুজ্জামান। তিনি শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গেল, প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন আফরুজ্জামান। বিএসএফের জওয়ানরা তাঁকে আটক করে এবং পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।
আধিকারিকদের মতে, আফরুজ্জামান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সীমান্ত লাগোয়া গ্রামে আত্মগোপন করে ছিলেন। ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকেই তিনি নজর এড়াতে চেষ্টা করছিলেন।
শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশের সময় তাঁকে আটক করা হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার হয়, যা থেকে নিশ্চিত হওয়া যায়—তিনি বাংলাদেশের পুলিশ বাহিনীর একজন সিনিয়র অফিসার।
তাঁকে সঙ্গে সঙ্গে আটক করে রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এটি অত্যন্ত বিরল ঘটনা—যেখানে বাংলাদেশের কোনও কর্মরত পুলিশ আধিকারিক অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছেন।
ভারত-বাংলাদেশ সীমান্ত, যার দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার, যা নিরাপত্তা বাহিনীর কাছে অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত।
বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলা, যেখানে এই ঘটনা ঘটেছে, তার ঘনবসতি, নদীঘেরা ভূপ্রকৃতি এবং শহর সংলগ্ন অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, চোরাচালান এবং মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।
বিএসএফের আধিকারিকরা জানিয়েছেন, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি, সীমান্তে বেড়া নির্মাণ এবং সমন্বিত টহল ব্যবস্থা চালু রয়েছে। তবু এই ধরনের অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনক।
এই ঘটনায় তদন্ত চলছে। ওই পুলিশ আধিকারিক একা কাজ করছিলেন, নাকি কোনও সংগঠনের হয়ে কাজ করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএফ সূত্রে বলা হয়েছে, “একজন প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তদন্তে দেখা হবে তিনি একা কাজ করছিলেন, না কি কোনও সংগঠনের হয়ে।”