একটা সময় ছিল, যখন মহাকাশ মানেই ছিল আমেরিকা, রাশিয়া বা ইউরোপের একচেটিয়া এলাকা। কিন্তু সেই সময় বদলে গেছে। এবার মহাকাশে ভারতের নিজস্ব ‘ঘর’ তৈরির স্বপ্ন বাস্তবায়নের পথে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন—ভারত ২০৩৫ সালের মধ্যে নিজস্ব স্পেস স্টেশন গড়বে। নাম হতে পারে “Bharatiya Antriksh Station” ।
তিনি আরও জানান, Gaganyaan মিশনের সফলতার পর ভারত মহাকাশ অভিযানে এক “quantum jump” নিতে চলেছে। ISRO ইতিমধ্যেই ৭,৭০০টির মধ্যে ৮০% টেস্ট সম্পন্ন করেছে। বাকি ২,৩০০টি মার্চ ২০২৬-এর মধ্যে শেষ হবে।
কী থাকবে ভারতের স্পেস স্টেশনে?
- অ্যাস্ট্রোনট পুল: মহাকাশচারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও নির্বাচনী প্রক্রিয়া শুরু হচ্ছে।
- নতুন প্রযুক্তি: Semi-cryogenic engine, electric propulsion—সবই ভারতের নিজস্ব উদ্ভাবন।
গবেষণা ও আবাসন: দীর্ঘমেয়াদি গবেষণা, মহাকাশে বসবাসের সুযোগ, আন্তর্জাতিক সহযোগিতা।