আসাদউদ্দিন ওয়েইসির কথায়, ‘যদি কেন্দ্রীয় সরকার সত্যিই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।’
নয়াদিল্লি: ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যদি কেন্দ্রীয় সরকার সত্যিই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।’’
গত বছরের ৫ অগস্ট কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র বিক্ষোভের জেরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনা ভারতে চলে আসেন। সেই থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
ওয়েইসির প্রশ্ন, ‘‘কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো এক জন বাংলাদেশি!’’
তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ফেলে আসা হচ্ছে।
ওয়েইসির বক্তব্য, ‘‘দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তাঁকে বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে। এটা কী ধরনের বিদেশাতঙ্ক?’’
প্রসঙ্গত, হাসিনার বিরুদ্ধে গণহত্যা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাঁকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠিয়েছে ঢাকা।