ইসলামপুর: উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউটের পর সাড়ে তিন মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি প্রক্রিয়াই শুরু হলনা। ফলে রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রিরা পিছিয়ে পড়ছে, কার্যত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভর্তির দাবিতে ইসলামপুর শহরে প্রতিবাদ মিছিল করলো উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীরা। এদিন তারা ইসলামপুর বাস টার্মিনাস থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে পুরো ইসলামপুর শহর পরিক্রমা করে পুনরায় বাস টার্মিনাসে এই মিছিলটি শেষ করা হয়।
এ বিষয়ে ছাত্রদের দাবি উচ্চমাধ্যমিক পাশ করার সাড়ে তিন মাস কেটে গেলেও এখনো অব্দি অনলাইন বা অফলাইন কোনরকম কলেজে ভর্তি প্রক্রিয়া চালু না করার প্রতিবাদে এই মিছিল।
পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তারা, কলেজের ভর্তির বিষয় নিয়ে এত বিলম্ব কেন করা হচ্ছে এ নিয়ে ধোয়াশায় রয়েছে ছাত্র-ছাত্রীরা।
তাদের দাবি অবিলম্বে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে, এছাড়াও একাধিক দাবি নিয়ে ইসলামপুর ব্লকের ২০২৫ এর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আজ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।

