২৬ হাজার চাকরি বাতিল! রিভিউ পিটিশন খারিজ—SSC মামলায় অনড় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া সব রিভিউ পিটিশন খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিহারাদের একাংশ—সব পক্ষের আবেদনই খারিজ।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট পাওয়া যাচ্ছে না। সিবিআই ও বাগ কমিটির তদন্তে দুর্নীতির প্রমাণ স্পষ্ট। তাই আদালতের মতে, পুনর্বিবেচনার শুনানির প্রয়োজন নেই।

এর আগে ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। জানায়, যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়। রাজ্যকে নির্দেশ দেওয়া হয় নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে এবং দাগি প্রার্থীদের বেতন ফেরত নিতে।

মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে শর্তসাপেক্ষে কিছু শিক্ষককে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রায় বদলের আর্জিও এবার খারিজ।

About The Author