‘সময় এসে গেছে…’, ২৬-এ সরকার বদলের বার্তা! নারীদের ‘সংকল্প’ নিতে বললেন শুভেন্দু অধিকারী

‘এখন সময়ের ডাক, মমতা যাক!’, ২৬-এ সরকার বদলের বার্তা দিয়ে নারীদের ‘সংকল্প’ নিতে বললেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: মুখ্যমন্ত্রীকে বরাবরের মতই খোঁচা দিয়ে BJP-র নারী সম্মেলনে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সোমবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, “অসুর নিধনের সংকল্প নিন, আওয়াজ তুলুন।” তাঁর এই বক্তব্য ছিল নারী সুরক্ষা ও সম্মান রক্ষার পক্ষে এক প্রতীকী আহ্বান।

শুভেন্দু অভিযোগ করেন, রাজ্যপালের ভাষণে নারী সুরক্ষা নিয়ে একটি শব্দও উচ্চারণ করা হয়নি। এই বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর নেতৃত্বে ‘নারী সম্মান যাত্রা’ (Nari Samman Yatra) শুরু হয়েছে, যার উদ্দেশ্য পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা ও মর্যাদার দাবিকে জোরালোভাবে তুলে ধরা।

বোলপুর থেকে শুরু হওয়া এই যাত্রা এবং সম্মেলন ঘিরে বিজেপি মহিলা মোর্চার (Mahila Morcha) পক্ষ থেকে ‘সুরক্ষিত নারী, শক্তিশালী পশ্চিমবঙ্গ’ (Safe Women, Strong Bengal) স্লোগান তুলে ধরা হয়। নারী শক্তিকে সম্মান জানিয়ে শুভেন্দু বলেন, “এখন সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে রাস্তায় নামার।”

এই সম্মেলন ও যাত্রা রাজনৈতিক বার্তার পাশাপাশি সামাজিক সচেতনতারও প্রতিফলন। শুভেন্দুর বক্তব্যে ছিল একদিকে প্রতিবাদের তীব্রতা, অন্যদিকে নারীর প্রতি সম্মান ও সুরক্ষার দাবি।

About The Author