রাজগঞ্জের পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের ফাটাপুকুরে একটি বেসরকারি কারখানায় কাজ না পাওয়ার অভিযোগে সোমবার সকালে প্রায় শতাধিক স্থানীয় যুবক বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানায় চুক্তিভিত্তিক (Contractual) কাজ করলেও আচমকা বেতন নিয়ে গড়িমসি শুরু হয়েছে। স্থায়ীকরণের বদলে এখন খেয়ালখুশিমতো সপ্তাহে দু’-তিন দিন ডেকে কাজ করানো হচ্ছে, এবং সেই অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে—যা মাসে মাত্র ৫০০০ টাকা।
বিক্ষোভকারীদের মধ্যে দেবব্রত সেন ও সাদ্দাম হোসেন জানান, তাঁরা ছয় বছর ধরে ওই কোম্পানিতে কাজ করছেন। বাইক চালিয়ে আসা, সংসারের খরচ, কিস্তি—সব মিলিয়ে এই টাকায় কোনওভাবে চলা সম্ভব নয়। তাঁদের আরও অভিযোগ, স্থানীয় যুবকদের বদলে বাইরে থেকে—বিহারসহ অন্যান্য রাজ্য থেকে—শ্রমিক এনে কাজ করানো হচ্ছে।
কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মী বাবু সিং অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বর্তমানে উৎপাদন (Production) কম হওয়ায় প্রয়োজন অনুযায়ী কর্মীদের ডাকা হচ্ছে। তবে আগামী সাত দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এই ব্যাপারে শ্রমিক নেতা তথা জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তপন দে জানান, বাইরে থেকে লোক আনিয়ে কাজ করানোর অভিযোগ দীর্ঘদিনের। অথচ এলাকার যুবকেরা বঞ্চিত। এদিনের, বিষয়টি জেনে আমি কারখানায় যোগাযোগ করেছি, তাঁরা আশ্বাস দিয়েছেন। তারপরও ব্যবস্থা না হলে আন্দোলনের পথে হাটতে হবে।