নয়াদিল্লি: জগদীপ ধনখড়ের পদত্যাগের পর উপরাষ্ট্রপতি পদে এনডিএ (NDA)-র প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের (CP Radhakrishnan) নাম ঘোষণা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ।
রবিবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সূত্রের খবর, মঙ্গলবার NDA-র সংসদীয় বৈঠকে CP Radhakrishnan উপস্থিত থাকতে পারেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এক্স (X)-এ CP Radhakrishnan-কে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “জনজীবনে দীর্ঘ সময় ধরে CP Radhakrishnan নিজেকে নিবেদন, বিনয় এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আলাদা করে তুলেছেন। তিনি তামিলনাড়ুর (Tamil Nadu) গ্রামীণ স্তরে বহু কাজ করেছেন এবং প্রান্তিক মানুষদের ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন।”
শিবসেনা (UBT)-র সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেন, “তিনি খুব ভালো মানুষ, অ-বিতর্কিত এবং অভিজ্ঞ। আমি তাঁকে শুভেচ্ছা জানাই।”
আজ সকালে CP Radhakrishnan মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) দর্শনে যান।
তাঁর জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর, তিরুপ্পুর (Tirupur), তামিলনাড়ুতে। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। এর আগে তিনি ঝাড়খণ্ড (Jharkhand), তেলেঙ্গানা (Telangana) এবং পুদুচেরি (Puducherry)-র রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন কমিশন (Election Commission) ৯ সেপ্টেম্বর ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের দিন নির্ধারণ করেছে। ধনখরের আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
- বিজেপি মহারাষ্ট্রের রাজ্যপাল CP Radhakrishnan-কে এনডিএ-র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী ঘোষণা করেছে। তিনি জগদীপ ধনখরের স্থলাভিষিক্ত হতে পারেন, যিনি স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেন।