জন্মাষ্টমীতে নতুন শপথ! ‘সফল হবই’, হিন্দু অস্তিত্বরক্ষার দায়িত্ব নিলেন শুভেন্দু

জন্মাষ্টমীর দিনে ‘দি বেঙ্গল ফাইলস’ ট্রেলার বিতর্কে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। হিন্দু অস্তিত্ব রক্ষায় নতুন দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

কলকাতা: জন্মাষ্টমীর দিনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন করে শপথ নিলেন। তিনি বলেন, “আজ থেকে দায়িত্ব নিলাম, আমরা সফল হবই।” এই অনুষ্ঠানে সম্প্রতি লঞ্চ হওয়া দি বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার ঘিরে সমস্যার প্রসঙ্গ তুলে গর্জে ওঠেন তিনি।

ছবির পরিচালক থেকে শুরু করে শিল্পী ও কলাকুশলীদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। তিনি জানান, আজ থেকে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের বোঝানোর দায়িত্ব নিলেন তিনি। “ঘরে ঘরে গিয়ে বোঝাবো, এবং আমি জানি আমরা সফল হব, হব, হব,”—জোর গলায় বলেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, শনিবার দুপুরে দি বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার লঞ্চ নিয়ে পুলিশ বাধা দেয়, যার ফলে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে তৃণমূলের কুনাল ঘোষ বলেন, “দি বেঙ্গল ফাইলস হলে দি গুজরাট ফাইলস কেন হবে না?”

About The Author