কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার লঞ্চে বাধা, ক্ষুব্ধ পরিচালক বিবেক অগ্নিহোত্রী

‘সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবিনি। এটা একনায়কতন্ত্র ছাড়া আর কী?’ প্রশ্ন পরিচালকের

কলকাতার এক পাঁচতারা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, শনিবার সকালে অনুষ্ঠান চলাকালীন হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না, এমনকি মাইকের তার ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল, এবং এক পর্যায়ে বিবেকের সঙ্গে বচসায় জড়ায়।

পরিচালক বলেন, “সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবিনি। এটা একনায়কতন্ত্র ও ফ্যাসিজম ছাড়া আর কী?” অভিযোগ, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাই পুলিশ বাধা দেয়। ছবির ঝলক প্রদর্শনের ল্যাপটপটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে দাবি।

About The Author