কলকাতা: নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (SIR) নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই সমীক্ষার আড়ালে আসলে এনআরসি চালু করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার বেহালায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভোটার তালিকার বিষয় নিয়ে আমরাই প্রথম সরব হয়েছিলাম। এসআইআর-এর নামে এনআরসি হচ্ছে!”
মমতা প্রশ্ন তোলেন, “যাঁরা ৫০ বছর আগে জন্মেছেন, তাঁদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কী করে? আমারই তো নেই।” তিনি আরও বলেন, “১৯৮২ সালে যাঁরা জন্মেছেন, তাঁদের অধিকাংশেরই জন্ম বাড়িতে। তখন কি ইনস্টিটিউশনাল ডেলিভারি হত?” তাঁর মতে, সাধারণ মানুষের কাছে প্যান কার্ড, পাসপোর্ট বা জন্মের শংসাপত্র নেই বললেই চলে। তাই ভোটার তালিকা সংশোধনের জন্য এই ধরনের নথি চাওয়া অযৌক্তিক।
তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন তোলেন, “এসআইআর-এর জন্য কেন আধার কার্ড গ্রহণ করা হবে না?” কারণ আধার কার্ড তো আইনত স্বীকৃত পরিচয়পত্র এবং স্থায়ী বসবাসের প্রমাণপত্র।
এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টও বৃহস্পতিবার শুনানিতে জানিয়েছে, আধার কার্ড গ্রহণ না করার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। আদালত বলেছে, নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে—তালিকা থেকে নাম বাদ গেলে তার কারণ জানার। স্বচ্ছতা বজায় রাখতে তালিকা ওয়েবসাইটে প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত।
সূত্রের খবর, বিহারের পরেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে নির্বাচন কমিশন। পুজোর পরেই এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।