ভারতকে জল ছাড়ার অনুরোধ পাকিস্তানের, মুনিরের হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদের পাল্টা পোস্ট

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ ভারতকে জল ছাড়ার অনুরোধ জানাল। সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানায়, তারা সিন্ধু জলচুক্তি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারত যেন অবিলম্বে চুক্তি অনুযায়ী জল ছাড়ে।

পাকিস্তান আরও জানিয়েছে, ৮ অগস্ট সালিশি আদালতের রায়ে বলা হয়েছে, ভারতকে পশ্চিমের নদীগুলি থেকে জল ছাড়তে হবে যাতে পাকিস্তান তা অবাধে ব্যবহার করতে পারে। যদিও ভারত ওই আদালতের কাজকে স্বীকৃতি দেয়নি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। হামলাকারীরা পাকিস্তানের বলে প্রমাণ মেলে। এরপরই ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে। ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, বিপাশা, শতদ্রু, ইরাবতীর জল ভারতের নিয়ন্ত্রণে, আর সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগার জল পাকিস্তান ব্যবহার করতে পারে। ভারত ৩০ শতাংশ, পাকিস্তান ৭০ শতাংশ জল ব্যবহার করতে পারে।

রবিবার ফ্লরিডায় এক নৈশভোজে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি ধ্বংসের পথে এগোই, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’’ তিনি আরও বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করব।’’

পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো বলেন, ভারতের কিছু পদক্ষেপ পাকিস্তানের ক্ষতি করছে। তাই পাকিস্তানের জনগণকে মোদী সরকারের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিদেশ মন্ত্রক শান্তিপূর্ণ বার্তা দিয়ে ভারতকে সিন্ধু চুক্তি কার্যকর করার অনুরোধ জানাল।

About The Author