বাংলাদেশ থেকে ভারতে পাট ও পাটজাত পণ্যের আমদানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি। এইসব পণ্য স্থলপথে ভারতের সীমান্ত দিয়ে ঢুকবে না।
নয়াদিল্লি: বাংলাদেশ থেকে ভারতে পাট ও পাটজাত পণ্যের আমদানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে এইসব পণ্য স্থলপথে ভারতের সীমান্ত দিয়ে ঢুকতে পারবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের নবসেবা সমুদ্রবন্দর দিয়ে এইসব পণ্য আমদানি করা যাবে বলে জানানো হয়েছে।
নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে:
- পাটের দড়ি ও সুতা
- চটে বোনা কাপড় (ব্লিচ করা ও না-করা)
- পাটের ব্যাগ ও বস্তা
- অন্যান্য পাটজাত কাপড় ও রোল
যে স্থলবন্দর দিয়ে ঢুকতে পারবে না:
- পশ্চিমবঙ্গের বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি, চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি
- উত্তর-পূর্ব ভারতের অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরার সীমান্তবর্তী শুল্ককেন্দ্র
শুধুমাত্র মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের নবসেবা সমুদ্রবন্দর হয়েই এই পণ্যগুলি যেতে পারবে। বলাই বাহুল্য, বাংলাদেশী পণ্য ঠেলে দেওয়ার পরোক্ষ চেষ্টা।
এর আগে মে মাসে রেডিমেড পোশাক, ফল, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, প্লাস্টিক, পিভিসি, রঞ্জকজাত পণ্যের উপরও একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
এই সিদ্ধান্তে বাংলাদেশি রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষত পাটশিল্পের উপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা।
বিগত এপ্রিল মাসে ভারত বাংলাদেশকে ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা বন্ধ করে দেয়। অর্থাৎ ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ।