তৃণমূল সাংসদের দাবি, বর্তমান ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—তাহলে তাঁদেরই আগে পদত্যাগ করতে হবে। দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা সাংসদদের নিগ্রহের অভিযোগও তুললেন তিনি।
কলকাতা: দিল্লি রওনা দেওয়ার আগে তীব্র সুরে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “SIR করতেই হলে আগে লোকসভা ভেঙে দিন। আমরা পদত্যাগ করতে রাজি, আগে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন।” মঙ্গলবার দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকে যোগ দেওয়ার আগে এই মন্তব্য করেন তিনি।
গতকালের বিরোধী সাংসদদের মিছিল প্রসঙ্গে অভিষেক বলেন, “৩০০ জন জনপ্রতিনিধি শান্তিপূর্ণভাবে কমিশনের সদর দফতরে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। কমিশন বিজেপির কৃতদাস হয়ে গিয়েছে।”
তিনি আরও বলেন, “যদি এই ভোটার তালিকা ভুল হয়, তাহলে এই তালিকার ভিত্তিতেই নির্বাচিত সরকারগুলিকে বাতিল করা হোক। বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় এসেছে, সেখানেও পদত্যাগ করানো হোক। তারপর নতুন তালিকা তৈরি করে সারাদেশে নির্বাচন হোক।”
অন্যদিকে, অভিষেকের দাবির পাল্টা জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “SIR নতুন কিছু নয়। ২০০২-০৩ সালেও ২০ লক্ষ নাম বাদ গিয়েছিল। ভারতে নিয়মিত ভোটার পরিমার্জন হয়। স্বাধীনতার পর NRC হয়নি, তাই SIR প্রয়োজন।”
ডায়মন্ড হারবারের সাংসদ হুঁশিয়ারি দেন, “SIR-এ বাংলায় একজনের নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও করব। বিজেপি জানে, বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে ওদের জামানত বাজেয়াপ্ত হবে।”