দিল্লিতে ‘ভোট চুরি’ বিক্ষোভে ধুন্ধুমার, জ্ঞান হারালেন মহুয়া—আটক রাহুল-প্রিয়ঙ্কা-সহ বহু সাংসদ

‘ভোট চুরি’ ইস্যুতে দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। জ্ঞান হারালেন মহুয়া মৈত্র, আটক রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী-সহ বহু সাংসদ। দিল্লি পুলিশের বিরুদ্ধে উঠেছে অতি-সক্রিয়তার অভিযোগ।

নয়াদিল্লি: ‘ভোট চুরি’ বন্ধের দাবিতে দিল্লির রাজপথে সোমবার উত্তাল হয়ে উঠেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ সেই মিছিলের অনুমতি না দিয়ে ব্যারিকেড তুলে পথ আটকে দেয়।

এই ঘটনার জেরে শুরু হয় ধস্তাধস্তি, উত্তেজনা। পুলিশের সঙ্গে সংঘর্ষে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ। আর বাসের মধ্যে জ্ঞান হারান মহুয়া মৈত্র। তাঁকে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, ডেরেক ও’ব্রায়েন, অখিলেশ যাদব-সহ প্রায় ৩০০ জন সাংসদ। তাঁদের অনেককেই পার্লামেন্ট স্ট্রিট থানায় আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তা ও দমননীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। মহিলা সাংসদদের শাড়ি ও চুলের মুঠি ধরে টানাটানি করার অভিযোগও উঠেছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনায় সরব হয়েছেন।

মহুয়া মৈত্রের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে ঘটনার নিন্দায় মুখর হয়েছেন বিরোধী নেতারা। কংগ্রেসের তরফে বলা হয়েছে, “গণতন্ত্রের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করছে বিজেপি।”

অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিক্ষোভকে “জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা” বলে অভিহিত করেছেন।

About The Author