ডোডেয়ার হাট তখন জমজমাট! গাড়িতে করে বাজারে এলেন যুব তৃণমূল নেতা অমর রায়। কিছুক্ষণের মধ্য়েই বাইকে ছুটিয়ে সেখানে চলে এল ২ হেলমেটধারী। কিছু বুঝে ওঠার আগেই, প্রথমে অমরের পায়ে গুলি, পালাতে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথা লক্ষ্য করে গুলি!
কোচবিহারের ডোডেয়ারহাট ভরাবাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন হলেন যুব তৃণমূল নেতা অমর রায়। শনিবার বিকেলে বাজারে কেনাকাটা করতে এসে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তিনি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর গাড়ির চালক আলমগির হোসেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেল চারটে নাগাদ কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে অমর রায়কে ঘিরে ধরে। একেবারে কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর গুলি চালায় তারা। চালকের পায়েও গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় অমর রায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আসেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজনৈতিক বা ব্যবসায়িক শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, মৃত অমর রায় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। তিনি তৃণমূল যুব সংগঠনের সক্রিয় নেতা ছিলেন এবং পাশাপাশি তাঁর নিজস্ব ব্যবসাও ছিল। আহত চালক বর্তমানে কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন।