ট্রাম্পের ১০০% শুল্ক হুঁশিয়ারি: বিশ্ব প্রযুক্তি বাজারে নতুন চাপের আশঙ্কা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের শুল্কযুদ্ধের পথে। এবার তাঁর নিশানায় রয়েছে সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপ শিল্প। আমেরিকায় উৎপাদন না করলে এই খাতে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে যেসব কোম্পানি মার্কিন মাটিতে উৎপাদন শিল্পে বিনিয়োগ করেছে, তাদের এই শুল্ক থেকে ছাড় দেওয়া হবে।

ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বলেন, “আমরা চিপ এবং সেমিকন্ডাক্টরের উপর প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। কিন্তু আপনি যদি তা আমেরিকাতে উৎপাদন করেন, তা হলে কোনও শুল্ক দিতে হবে না।” উল্লেখযোগ্যভাবে, এই ঘোষণার আগেই অ্যাপল কর্ণধার কুক আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

এই শুল্ক নীতির প্রভাব পড়তে পারে ডিজিটাল প্রসেসর-নির্ভর বৈদ্যুতিন সরঞ্জাম, গাড়ি, এবং গৃহস্থালী যন্ত্রপাতির দামে। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। তাইওয়ানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল-এর প্রধান জানিয়েছেন, TSMC-এর মতো সংস্থা আমেরিকায় বিনিয়োগ করায় তাদের উপর শুল্কের বোঝা পড়বে না। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য দূতও জানিয়েছেন, তাঁদের দেশের সংস্থাগুলি আগেই মার্কিন বাণিজ্য চুক্তিতে অংশ নিয়েছে, ফলে সমস্যা হবে না।

About The Author