‘অন্যায্য ও বৈষম্যমূলক’! ট্রাম্পের শুল্ক-চাপের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিল নয়াদিল্লি

রাশিয়ার তেল কিনে ট্রাম্পের রোষে ভারত! ৫০% আমদানি শুল্কের ঘোষণায় নয়াদিল্লির কড়া প্রতিবাদ “অন্যায্য, অযৌক্তিক, এবং বৈষম্যমূলক”—বিদেশমন্ত্রকের তোপ দেশীয় স্বার্থ রক্ষায় ‘সব পদক্ষেপ’ নেওয়ার বার্তা ভারত সরকারের। 

নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাওয়ায় ভারতের উপর ফের কড়া শুল্ক চাপানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিকিউটিভ অর্ডার সই করে তিনি জানান, পূর্ববর্তী ২৫ শতাংশ আমদানি শুল্কের উপর আরও ২৫ শতাংশ যুক্ত করে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে ২১ দিন পর থেকে।

ট্রাম্পের যুক্তি, “ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয়, ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো প্রয়োজন।” এই ঘোষণা প্রকাশিত হতেই নয়াদিল্লি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি জারি করেছে।

ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, বহু দেশ জাতীয় স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করছে। কিন্তু ভারতের উপরেই বৈষম্যমূলকভাবে এই শাস্তি চাপানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বাজার পরিস্থিতি ও দেশের ১৪০ কোটি মানুষের শক্তির চাহিদা মাথায় রেখে আমদানি করি। এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। নিজেদের স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে।”

About The Author