টার্গেট ‘সাতে সাত’! জলপাইগুড়ি পুনর্দখলে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক অভিষেকের

গেল লোকসভায় পিছিয়ে, পুরসভায় ধস! আসছে ভোটের দিকে তাকিয়ে জেলার নেতাদের নিয়ে মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার জলপাইগুড়ির সাতটি বিধানসভাতেই জয়ের লক্ষ্য! ব্লক সভাপতি বদলের প্রস্তাব, তালিকা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

জলপাইগুড়ি: জেলাওয়াড়ি বৈঠকে জলপাইগুড়ি জেলা নেতৃত্বকে সাতটি বিধানসভা আসন জেতার টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবারের বৈঠকে তিনি বলেন, এই জেলাতেই দলকে পুনরুদ্ধার করতে হবে, কারণ লোকসভা ভোটে নির্মল রায়কে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন BJP-র জয়ন্ত কুমার রায়।

বিগত ভোট পর্যালোচনায় দেখা গেছে, রাজগঞ্জ, ডাবগ্রাম, মালবাজার বাদে বাকি বিধানসভাগুলিতে তৃণমূল পিছিয়ে ছিল। পুরসভাভিত্তিক ফলাফলেও বিজেপি দাপট বজায় রেখেছে—জলপাইগুড়ি পুরসভায় ২৪টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে, তৃণমূল মাত্র একটি ওয়ার্ডে। একই ছবি ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং মালবাজার পুরসভাতেও।

একুশের বিধানসভায় তিনটি আসন তৃণমূলের হাতে থাকলেও বাকিগুলি বিজেপির দখলে ছিল। পরে উপনির্বাচনে ধূপগুড়ি ফেরত পায় তৃণমূল। এবার সেই হারানো জমি উদ্ধারে ‘সাতে সাত’ অভিযান শুরু করেছেন অভিষেক।

বৈঠকে ব্লক সভাপতিদের বদল নিয়েও জেলা নেতৃত্বের মত নিয়েছেন তিনি। তালিকা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই।

About The Author