হড়পা বানে বাড়ছে মৃতের সংখ্যা, উত্তরকাশীতে নিখোঁজ শতাধিক: উদ্ধারকাজে সেনা

উত্তরকাশীর ধরালী এলাকায় ভয়াবহ হড়পা বানের জেরে মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার দুপুর পর্যন্ত অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

প্রবল মেঘভাঙা বৃষ্টির পর ক্ষীরগঙ্গা নদীতে আচমকা জলস্রোতের তোড়ে ভেসে যায় একাধিক বাড়ি, হোটেল, গাড়ি ও স্থানীয় বাসিন্দারা।

প্রবল দুর্যোগের মাঝেই উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেনাবাহিনী ও ইন্দো-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন তল্লাশি ও স্থানান্তরের কাজে।

এক সরকারি সূত্র অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত প্রায় ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসে সতর্ক করেছে মৌসম ভবন।

আগামী ২৪ ঘণ্টায় হরিদ্বার, নৈনিতাল, এবং উধম সিংহ নগরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কিছু জেলায় লাল সতর্কতা, আবার কিছু জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া অনির্দেশ্য হওয়ায় বারবার বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে বিস্তারিত আলোচনা করেন পরিস্থিতি নিয়ে। সঙ্গে থাকছে কেন্দ্রীয় সহযোগিতার আশ্বাস।

এদিকে ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়েছে। রাজ্যের সাতটি রাজ্য সড়ক, পাঁচটি জাতীয় সড়ক এবং দু’টি সীমান্ত সড়ক-সহ মোট ১৬৩টি রাস্তায় যান চলাচল বন্ধ।

About The Author