ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র ৬ রানে জয় পেয়েছে ভারত। এই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট এবং ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সিরাজ শুধু ম্যাচ জেতানো পারফরম্যান্সই দেননি, গড়েছেন একাধিক নজিরও।
সিরাজের নজিরভাঙা কীর্তি:
- সিরিজে সর্বোচ্চ উইকেট: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে সিরাজ নিয়েছেন ২৩টি উইকেট। এই সংখ্যাই ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২০২১–২২ সালে একই সংখ্যক উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দু’জনই এখন যুগ্মভাবে শীর্ষে।
- এশিয়ার প্রথম বোলার: ইংল্যান্ডের মাটিতে অন্তত চার জন ইংরেজ ব্যাটারকে সাত বার করে আউট করার নজির গড়েছেন সিরাজ। এমন কীর্তি আগে কোনও এশীয় বোলারের নেই।
- ২০০ উইকেটের মাইলফলক: এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের গণ্ডি পার করেছেন সিরাজ। বুমরাহের অনুপস্থিতিতে দলের আক্রমণভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সফলভাবে।
ভারতের রেকর্ড জয়:
- রানের নিরিখে সবচেয়ে কম ব্যবধানে জয়: ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয় ছিল ভারতের আগের রেকর্ড। এবার ওভালে মাত্র ৬ রানে জয়—নতুন ইতিহাস।
- ব্যাটিং কীর্তি: শুভমন গিল সিরিজে করেছেন ৭৫৪ রান—ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে সর্বোচ্চ। রবীন্দ্র জাডেজা ছ’টি ইনিংসে ৫০+ রান করে গড়েছেন ধারাবাহিকতার নজির। দলগতভাবে ভারত করেছে ৩৮০৯ রান—পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ।
- জো রুটের রেকর্ড: ইংল্যান্ডের ব্যাটার জো রুট এই টেস্টেই গড়েছেন একাধিক নজির—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রান, ভারতের বিরুদ্ধে ১৩টি শতরান, এবং ঘরের মাঠে ২০০০+ রান।
ম্যাচের মুহূর্ত:
- আকাশদীপের নৈশপ্রহরী ইনিংস (৬৬ রান)
- ডাকেট-ক্রলির ওপেনিং জুটির ধারাবাহিকতা
- ওভালে ১২টি এলবিডব্লিউ—মাঠের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ
ম্যাচ শেষে সিরাজ বলেন, “ইংল্যান্ড যখন ৩০০/৩ ছিল, তখনও বিশ্বাস ছিল জয় সম্ভব।” সেই বিশ্বাসই রূপ পেয়েছে ইতিহাসে।