জিম সেশনে আচমকাই অঘটন! মাত্র ২২-এই হার্ট‌ অ্য়াটাকে মৃত্যু বাংলার উঠতি ক্রিকেটারের

বোলপুর: মাত্র ২২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলার প্রতিভাবান ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। শুক্রবার সকালে জিমে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাটিতে লুটিয়ে পড়ার পর দ্রুত তাঁকে বীরভূমের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদরোগকেই মৃত্যুর কারণ হিসেবে মনে করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিতভাবে জানা যাবে প্রকৃত কারণ। প্রিয়জিতের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল।

সিএবির আম্পায়ার প্রেমদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘কিছু দিন ধরে ওর শারীরিক অবস্থা ভালো ছিল না। শ্বাসকষ্টের সমস্যা ছিল, ঠিক মতো ট্রেনিং করতে পারত না। দৌড়ে ২ রান নিতে কষ্ট হত।’ তিনি আরও জানান, প্রিয়জিতের অসুস্থতার কথা পরিবারকে জানানো হয়েছিল এবং চিকিৎসাও চলছিল বলে ধারণা।

বোলপুরের জামবুনির বাসিন্দা প্রিয়জিৎ ছ’বছর আগে সিএবি-র আন্তঃ জেলা অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ২০১৮-১৯ মরসুমে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য সিএবি তাঁকে পুরস্কৃত করে। বিরাট কোহলিকে আদর্শ মানা প্রিয়জিৎ সব সময় নিজেকে ফিট রাখার চেষ্টা করতেন।

About The Author