রাস্তা চেয়ে পথ অবরোধ, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার কাটার হুঁশিয়ারি বিডিওর

রাজগঞ্জে ৩ কিমি বেহাল রাস্তা ঘিরে উত্তাল স্থানীয়রা। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে রাস্তা চাওয়ায় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বাতিলের প্রস্তাব বিডিওর।


জলপাইগুড়ি: রাস্তা চেয়ে পথ অবরোধ মহিলাদের, ‘লক্ষ্মীর ভাণ্ডার চাই না’ বলায় থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারি বিডিওর।

রাজগঞ্জের বেলাকোবা শিকারপুরে ৩ কিলোমিটার দীর্ঘ বেহাল রাস্তা ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধে শামিল হন এলাকার বহু মহিলা। সেখানে হাজির হন বেলাকোবা ফাঁড়ির ওসি এবং রাজগঞ্জের বিডিও।

সামনে যেতেই বিক্ষোভের মুখে পড়েন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। মহিলারা তাঁকে ঘিরে সরাসরি প্রশ্ন তোলেন, “কতদিন এমন রাস্তা চলবে?” বিডিও বলেন, আপনারা তো সবই ফ্রিতে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। উত্তরে মহিলাদের কয়েক জন বলেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না। ওই দিয়ে তো সংসার চলে না। আমাদের রাস্তা চাই। এর জবাবে বিডিও বলেন, তাহলে ‘লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে দিন। সেই টাকায় রাস্তা বানিয়ে দেব।”

এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারী মহিলারা প্রশ্ন তোলেন, “আমরা কি রাস্তা চাইলে সরকারি সুবিধা হারাব?” তাঁদের বক্তব্য, “লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অধিকার। রাস্তা চাওয়ার জন্য সেটা কেটে দেওয়ার হুমকি অমানবিক।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বেলাকোবার ওই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বর্ষায় কাদা, গর্ত আর জলজমায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিডিওর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি প্রকল্পের টাকা কি এভাবে অন্য খাতে ব্যবহার করা যায়?

About The Author