Jalpaiguri: আদিবাসী দিবসের প্রস্তুতিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, রাজগঞ্জের বিধায়ককে ঘিরে বিক্ষোভ

বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চরমে। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে ক্ষোভ প্রকাশ করলেন কৃষ্ণ দাসের অনুগামীরা। বিডিও অফিসে উত্তেজনা, বিক্ষোভ ও অভিযোগের মুখে বিধায়ক।

জলপাইগুড়িঃ বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি ঘিরে জলপাইগুড়িতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে বৃহস্পতিবার জলপাইগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ, দীর্ঘ নয় বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজক কৃষ্ণ দাসের নাম এবারে বাদ দিতে চেয়েছিলেন বিধায়ক খগেশ্বর রায়।

এই খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণ দাসের অনুগামীরা বিডিও অফিসে উপস্থিত হয়ে সরাসরি অভিযোগ করেন, “বিধায়ক ইচ্ছাকৃতভাবে কৃষ্ণ দাসের নাম বাদ দিয়ে সিপিএম বা বিজেপি থেকে আসা কর্মীদের নাম ঢোকাতে চাইছেন।” কৃষ্ণ দাসের কন্যা সহ অনুগামীরা সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন।

যদিও খগেশ্বর রায় বলেন, “একজনের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করেই যত গন্ডগোল”—তবে তিনি নামটি স্পষ্ট করে বলেননি।

প্রসঙ্গত, রাজগঞ্জ বিধানসভা এলাকায় খগেশ্বর রায় বনাম কৃষ্ণ দাসের দ্বন্দ্ব নতুন নয়। গত কয়েক বছর ধরেই এই দুই নেতার মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিশ্ব আদিবাসী দিবসের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে সেই দ্বন্দ্ব ফের সামনে এল।

বৃহস্পতিবারের ঘটনায় জলপাইগুড়ি বিডিও অফিসে তীব্র উত্তেজনা ছড়ায়। দলীয় কর্মীদের মধ্যে বিভাজন এবং নেতৃত্বের দ্বন্দ্বে প্রশ্ন উঠছে তৃণমূলের সাংগঠনিক ঐক্য নিয়েও।

About The Author