উড়ানের আগেই বিমানে আগুন আতঙ্ক! কোনওমতে প্রাণরক্ষা ১৭৩ যাত্রীর

যাত্রী নিয়ে উড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে তীব্র ঝাঁকুনি, ধোয়ায় ঢাকল চারিদিক! কোনও মতে বিমান থামাতেই হুড়মুড় করে নেমে এলেন যাত্রীরা। ভারত, লন্ডন, রাশিয়ার পর এবার আমেরিকায় বিমান বিপত্তি!

ল্যান্ডিং গিয়ারে গোলমাল থেকেই আগুন ধরে যায় বিমানের বাম দিকের মূল চাকায়। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শনিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক রুদ্ধশ্বাস দুর্ঘটনা। আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটিতে হঠাৎ দেখা দেয় যান্ত্রিক সমস্যা।

যাত্রীদের অভিজ্ঞতা অনুযায়ী, প্রথমে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। জানালার বাইরে তাকিয়ে দেখেন উঠছে আগুনের শিখা। এরপরই শুরু হয় বিশৃঙ্খলা। আতঙ্কিত যাত্রীরা হুড়মুড় করে নামতে শুরু করেন বিমানের জরুরি নির্গমন স্লাইড দিয়ে।

দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ১৭৩ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত ইমার্জেন্সি ইভাকুয়েশন সম্পন্ন হয়। যদিও এক যাত্রী সামান্য চোট পান বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

 এই পুরো ঘটনাটি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে। সেখানে দেখা যায় বিমানের চাকায় আগুন, ধোঁয়া বেরোচ্ছে এবং যাত্রীরা স্লাইড দিয়ে দ্রুত নামছেন।

বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনার জেরে বাতিল হয়েছে ওই ফ্লাইটটি। আমেরিকান এয়ারলাইন্সের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

About The Author