স্কুল চলাকালীন ছাদ ভেঙে পড়ল, মৃত ৫ শিশু পড়ুয়া, আহত অন্তত ৩৫

রাজস্থানের ঝালাওয়াড়ে সরকারি স্কুলের ছাদ ধসে প্রাণ হারাল চার শিশু, আহত অন্তত ১৭। বহুদিন ধরেই জরাজীর্ণ ভবনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি অভিভাবকদের।

জয়পুর: স্কুল চলাকালীন আচমকাই ভেঙে পড়ল ছাদ! ধ্বংসস্তূপে চাপা পড়ল বহু পড়ুয়া ও শিক্ষক। শুক্রবার সকালে রাজস্থানের ঝালাওয়াড় জেলার পিপলোড়ি গভর্মেন্ট স্কুলে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সকাল সাড়ে ৮টা নাগাদ

প্রাথমিক সূত্র অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রায় ৪০ জন শিশু ও কয়েকজন শিক্ষক। ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক—তাদের স্থানীয় হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

দুর্ঘটনার খবর পেয়ে প্রথমেই উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দারা। পরে পৌঁছায় দমকল ও প্রশাসনের দল। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে অন্তত চারটি JCB মেশিন; প্রয়োজনে সংখ্যাও বাড়ানো হতে পারে। স্কুলের বাইরে ইতিমধ্যে ভিড় করেছেন অভিভাবকরা—চোখেমুখে আতঙ্ক, সন্তানের খোঁজে ছুটোছুটি।

সূত্রে জানা গিয়েছে, পিপলোড়ি স্কুল ভবনটি বহু দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। অভিভাবকদের একাংশ জানায়, বারবার অভিযোগ জানানো হলেও তাতে কোনও প্রতিকার হয়নি। স্কুলটিতে প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

এই হৃদয়বিদারক ঘটনার পর স্কুল ভবনের পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।

About The Author