জলপাইগুড়ি: রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যেই চুরির শিকার হলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। অভিযোগ, দার্জিলিং মেলের প্রথম শ্রেণির এসি কামরায় তাঁর দুটি দামি মোবাইল ফোন ‘খোয়া’ গিয়েছে।
বিধায়কের দাবি, তিনি ফার্স্ট ক্লাস কামরায় ফিরছিলেন। তাঁর সিঙ্গেল কুপে আর কেউ ছিল না। মালদার পাকুড়ে নিজের সিটে দুটি দামি মোবাইল রেখে তিনি বাথরুমে যান। ফেরার পর সিটে ফোন দুটি না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়িতে (NJP) নেমেই তিনি জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রথম শ্রেণির এসি কামরায় অ্যাটেনড্যান্ট উপস্থিত থাকেন। তা সত্ত্বেও কীভাবে চুরির ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলেছেন বিধায়ক। তাঁর ঘনিষ্ঠমহলের আশঙ্কা, অ্যাটেনড্যান্টের মধ্যেও কেউ এমনটা করে থাকতে পারে। বিধায়কের কথায়, ‘এমন ঘটনা এর আগে কোনদিন হয়নি। বিধায়কের ক্ষেত্রেই যদি এমন হয়, সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়?’
চুরি হওয়া মোবাইল দুটির সন্ধানে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসি কামরার নজরদারি এবং অ্যাটেনড্যান্টের ভূমিকা নিয়ে পুনর্বিবেচনার দাবি উঠেছে। রেলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- ২১ জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাস এসি কামরায় চুরির শিকার হলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। এমনটাই অভিযোগ বিধায়কের। ঘটনায় ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
- দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাস কামরা থেকে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের দুটি মোবাইল চুরি!। এনজেপি জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের।