ওড়িশায় লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সম্বলপুর: ওড়িশার সম্বলপুরের কাছে লাইনচ্যুত হল শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস (২০৮৩১)। রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন থেকে ছাড়ার মাত্র চার মিনিট পর ট্রেনটির একটি অসংরক্ষিত কামরা লাইনচ্যুত হয়।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছান রেলের আধিকারিকেরা ও উদ্ধারকারী দল। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রেনটি ধীর গতিতে চলছিল এবং সম্বলপুর স্টেশন সদ্য ছেড়েছিল, ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ এক ঝাঁকুনির পর ট্রেনটি থেমে যায়। প্রথমে অনেকে ভাবেন সিগন্যালের কারণে ট্রেন দাঁড়িয়েছে। পরে জানা যায়, একটি জেনারেল কামরার চাকা লাইনচ্যুত হয়েছে।

ঘটনার জেরে ওই শাখায় সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। লাইনচ্যুত কামরার যাত্রীদের অন্য কামরায় স্থানান্তরিত করে ট্রেনটিকে ফের যাত্রার উপযোগী করে তোলা হয় এবং গন্তব্যের দিকে রওনা করানো হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে রেল সূত্রে।

  • ওড়িশার সম্বলপুরের কাছে লাইনচ্যুত হল শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস। গতি ধীর থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। যাত্রী হতাহতের খবর নেই।

About The Author