‘মদ্যপ’ পুলিশকর্মীর দাদাগিরি! ‘অকারণে’ কলেজ পড়ুয়াকে মারধর, ভিডিও ভাইরাল

শিলিগুড়ি: প্রতিবেশী কিশোরীর সঙ্গে কথা বলেছিল ছেলেটি! সেই দেখেই কলেজ ছাত্রকে প্রকাশ্যে মারধর করলেন পুলিশকর্মী। শিলিগুড়ির রাহুতবাড়ি নেতাজি কলোনির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়।

জানা গেল, আশিঘর ফাঁড়ির এএসআই অমিত সরকার নিজেই প্রকাশ্যে ওই তরুণকে লাথি ও ঘুষি মারেন, যার ফলে আহত অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করতে হয়।

আহত ছাত্র সূর্য সেন কলেজের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়া জিৎ বাড়ই। অভিযোগ অনুযায়ী, বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজের ছোট বোনকে স্কুল থেকে আনতে গিয়ে বাড়ির সামনে একটি মাঠে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় প্রতিবেশী এক কিশোরী তাঁর সঙ্গে কথা বলছিলেন। পাশেই ছিলেন এএসআই অমিত সরকারও। আচমকাই ওই পুলিশকর্মী জিৎকে মাটিতে ফেলে নাকি মারধর শুরু করেন।

মারধরের সময় মাথা, বুক ও পেটে একাধিকবার লাথি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের দাবি, অভিযুক্ত পুলিশকর্মী অমিত সরকারের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ছাত্রের পরিবারের তরফে তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

একজন পুলিশকর্মীর ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে। আক্রান্ত জিৎ বাড়ইয়ের মা পুতুল সাহা বাড়ই ক্ষোভের সঙ্গে বলেন, ‘‘পুলিশ তো জনগণের রক্ষক! কিন্তু মাঠে সকলের সামনে পুলিশ যদি দাদাগিরি দেখায়, তবে কার উপর আস্থা রাখব?’’

 

About The Author