শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের ATM লুঠ, ২০ লক্ষ টাকা উধাও, আগুন লাগিয়ে পালিয়ে গেল দুষ্কৃতিরা, পিছু নিয়েও ধরতে পারল না পুলিশ।
এবার শিলিগুড়ির লোকনাথ বাজারে SBI ব্যাঙ্কের ATM লুঠ! প্রায় ₹২০ লক্ষ টাকা লুঠ করার পর ATM-এ আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। CCTV ফুটেজে যাতে ছবি না আসে—তাই ক্যামেরার ওপর স্প্রে করে দেয় দুষ্কৃতিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত আনুমানিক ৩টের সময় কয়েকজন দুষ্কৃতি একটি সাদা রঙের ট্যাক্সি নম্বরযুক্ত Tata সুমো গাড়িতে এসে ATM-এর সামনে থামে। তারা অত্যাধুনিক গ্যাস কাটার যন্ত্র দিয়ে ATM মেশিনটি কেটে নগদ টাকা সরিয়ে নেয় এবং ATM কেবিনে আগুন লাগিয়ে দেয়।
পালানোর সময় তাদের গাড়িটি আশিঘর আউটপোস্টের একটি পুলিশ ভ্যানের নজরে আসে। এরপরই পুলিশ তাদের ধাওয়া করে। দুষ্কৃতীরা Eastern Bypass হয়ে আশিঘর মোড় ও ঘোগোমালি হয়ে চম্পট দেয়, তবে পুলিশ শেষ পর্যন্ত তাদের ধরতে পারেনি। ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের সমস্ত থানাকে সতর্ক করে দেয়। পাশাপাশি জেলার থানাগুলিতেও সতর্কবার্তা পাঠানো হয়।
দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, ATM-এ আগুন লাগার পর ডাবগ্রাম-ফুলবাড়ী দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভক্তিনগর থানার IC ও DCP (East) রাকেশ সিং।
ব্যাংকের এক কর্মীর সূত্রে খবর, প্রাথমিকভাবে ₹২০ লক্ষ টাকা লুঠ হয়েছে বলেই অনুমান, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা এমনভাবে অপারেশন চালায় যাতে CCTV ফুটেজে তাদের ছবি না আসে—তাই তারা ক্যামেরাগুলিতে স্প্রে করে দেয়।
ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সূত্রের দাবি, গাড়িটি ATM-এর পাশে একটি ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে অপারেশন চালানো হয়।