Jalpaiguri: কলেজে TMCP নেত্রীর ‘দিদিগিরি’, বিরক্ত শাসক নেতারাই!

জলপাইগুড়ি: আর ‘দাদাগিরি’ নয়, এবার কলেজে TMCP নেত্রীর ‘দিদিগিরি’ দেখল সবাই! জলপাইগুড়ির মহিলা কলেজে খবর করতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা নিয়ে টানাটানি!

জানা গেল, প্রসন্ন দেব মহিলা কলেজের এক আদিবাসী সহকারি অধ্যাপিকার জাত তুলে মন্তব্য করা নিয়ে গণ্ডগোলের সুত্রপাত। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। খবর চাউর হতেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষর সঙ্গে দেখা করতে যায়।

সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন কলেজের নিরাপত্তারক্ষী ও TMCP নেত্রীরা। মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দেবশ্রী কার্জি নামের এক তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী। তিনি কলেজের বর্তমান ছাত্রী নন।

এদিন অধ্যাপিকাদের চেয়ারে পা তুলেও বসে থাকতে দেখা যায় বহিরাগতাকে। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েই দৌঁড়ে পালান। কলেজ কর্তৃপক্ষেরও সাফ বক্তব্য, “বহিরাগতদের অত্যাচারে তাঁরাও অতিষ্ঠ।” তবে, ওই আদিবাসী সহকারি অধ্যাপককে NSS এর দ্বায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই কাজ করেননি। বদলে বিভিন্ন অজুহাত দিয়েছিলেন। তাই তাঁর কাছ থেকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়।

পরে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে আদিবাসী সংগঠনের পথ আগলে দাঁড়ায় কলেজের বর্তমান ছাত্রী ও এই বহিরাগত নেত্রীদের টিম। আগাম অনুমতি নেওয়ার পরেও বাধাপ্রাপ্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী নেতারা। শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে কলেজে আসে কোতোয়ালি থানার পুলিশ।

 

About The Author