শিলিগুড়ি: উত্তরবঙ্গের দুর্গোৎসবের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে চলেছে শিলিগুড়ির অন্যতম পুজো কমিটি স্বস্তিকা যুবক সংঘ।
৬৮তম বর্ষে পদার্পণের উপলক্ষে চলতি বছর তারা গড়ছে ৫১ ফুট উচ্চতার এক বিশাল দুর্গা প্রতিমা—যা এই অঞ্চলে প্রথম।
প্রতিমাটি গড়ছেন খ্যাতনামা মৃৎশিল্পী মন্টু পাল। উদ্যোক্তারা জানিয়েছেন, কাঠামো ও নকশার কাজ ইতিমধ্যেই সম্পন্ন, শিগগিরই শুরু হবে মাটির কাজ।
মহালয়ার আগেই প্রতিমা নির্মাণ শেষ করতে দিনরাত পরিশ্রম চলছে। মণ্ডপে থাকবেন পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ঢাকি মানা দাস, যাঁর ঢাকের তালে মণ্ডপে তৈরি হবে ভিন্ন আবহ।
পুজো কমিটির সচিব বাপ্পা পাল বলেন, “প্রতিবারই আমরা নতুন কিছু করতে চাই। এবারের ৫১ ফুট প্রতিমা শুধু আমাদের পুজোর গর্ব নয়, উত্তরবঙ্গের দুর্গোৎসব মানচিত্রেও আমাদের স্থান আলাদা করে দেবে।”
বিশাল প্রতিমা হওয়ায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। অতিরিক্ত পুলিশ মোতায়েন, ব্যারিকেড এবং ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই প্রতিমার খ্যাতি। অনেকের মতে, এবার দুর্গাপুজো মানেই স্বস্তিকা যুবক সংঘের মণ্ডপে যাওয়া একান্ত প্রয়োজন।
সব মিলিয়ে এবারের পুজোতে শিলিগুড়ি এক নতুন নজির গড়তে চলেছে, তা নিয়ে শহরবাসীর মনে কোনও সন্দেহ নেই।