জয় শ্রীরাম উধাও! মোদীর মুখে ‘জয় মা কালী’, তৃণমূলের কটাক্ষ: ‘পরিবর্তন হয়েছে মোদীজির মধ্যে!’

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরের সভা থেকে উন্নয়নের বিকল্প মডেলের কথা বলে বাংলায় ‘পরিবর্তনের’ ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম—এই প্রথম, সভামঞ্চে মোদীর মুখে ‘জয় শ্রীরাম’ না-শুনে ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’-র স্লোগানই উঠে এল।

এই পরিবর্তনকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “১১ বছরের প্রধানমন্ত্রীকে বদলে দিল বাংলা।” তিনি ইঙ্গিত দেন, বাঙালি আধ্যাত্মিক ঐতিহ্য ছুঁতে মোদী কালী-দুর্গার শরণাপন্ন হয়েছেন।

সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতারা আরও বলেন, বিজেপির ধর্মীয় রাজনীতিতে ‘জয় শ্রীরাম’ ছিল পরিচিত মুখ, অথচ আজ প্রধানমন্ত্রী নিজেই তা পরিহার করেছেন।

মঞ্চে প্রধানমন্ত্রীর হাতে দুর্গামূর্তি তুলে দেন রাজ্য বিজেপি নেতৃত্ব, যা তৃণমূলের মতে “আসন্ন ভোটে বাঙালি অস্মিতা ধরে রাখার প্রচেষ্টা।”

প্রতিপক্ষে থাকা নেতাদের দুর্নীতি প্রসঙ্গ, মহিলাদের নিরাপত্তা ইস্যু, ওড়িশার একটি ঘটনার উদাহরণ—সব মিলিয়ে মোদীর ভাষণের পাল্টা ব্যাখ্যা দিয়েছে তৃণমূল।

 

About The Author