Narendra Modi: একদিনের সফরে কাল বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী

কলকাতা: একদিনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের মূল কেন্দ্রস্থল হবে দুর্গাপুর।

দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে বিজেপির জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সভার জন্য দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা। কারণ, মাত্র কয়েকদিন পরেই ২১ জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভা অনুষ্ঠিত হতে চলেছে। ফলে মোদীর সফরকে রাজনৈতিক পাল্টা বার্তা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।

বিজেপি সুত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী এক গাদা সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন শুক্রবারের সভা থেকে।

    • ₹১,৯৫০ কোটি মূল্যের BPCL সিটি গ্যাস প্রকল্প (ব্যাংকুরা ও পুরুলিয়া)
    • ₹১,১৯০ কোটি মূল্যের দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন
    • ₹১,৪৫৭ কোটি মূল্যের দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প (দুর্গাপুর ও রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন)
    • ₹৩৯০ কোটি মূল্যের পুরুলিয়া-কোটশিলা রেললাইন দ্বিগুণকরণ
    • ₹৩৮০ কোটি মূল্যের দুটি নতুন রোড ওভার ব্রিজ (টপসি ও পাণ্ডবেশ্বর)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সফরকে বিজেপির শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের শহিদ দিবসের আগে মোদীর উপস্থিতি রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

About The Author