সেবক ব্রিজ ভেঙে পড়েছে! ভুয়া AI ভিডিও নিয়ে ‘আতঙ্ক-ব্যবসা’ যুবকের

AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়া রিল ভিডিও বানিয়ে Facebook-এ পোস্ট করেছিল এক যুবক, যেখানে দাবি করা হয় সেবক করোনেশন ব্রিজ ভেঙে পড়েছে। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং উত্তরের বিভিন্ন জেলায় আতঙ্কের সৃষ্টি হয়।

জলপাইগুড়ি: সেবক ব্রিজ ভেঙে পড়েছে—এই ধরনের মিথ্যা দাবি করে Facebook-এ একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন Pancham Oraon ওরফে Rahul Kujur নামের এক যুবক। তার এই পোস্টের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত উত্তরবঙ্গের বাসিন্দাদের মধ্যে, যাদের জীবনযাত্রায় সেবক ব্রিজের গুরুত্ব অপরিসীম।

AI-কে কাজে লাগিয়ে সম্প্রতি ভুল ভিডিও তৈরির প্রবণতা চরমে উঠেছে। তারই এক নমুনা হল, সেবক ব্রিজের ভুয়ো ভিডিও। সামাজিক মাধ্যমে যতক্ষণ রিল ভিডিওটি ছিল, অনেকেই কমেন্ট করেছেন মিথ্যে তথ্য না শেয়ার করতে অথচ ওই ব্যবহারকারী জেনে বুঝেও দ্বিতীয়বার ভিডিওটি শেয়ার করেন।

ডুয়ার্স‌ ফোরাম ফর সোশ্যাল রিফর্ম‌স-এর সম্পাদক চন্দন রায় এই ভুয়ো ভিডিও নিয়ে পুলিশের নজরে দিয়েছেন। চন্দনবাবুর কথায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ও বিপজ্জনকভাবে বিভ্রান্তিকর, যা জননিরাপত্তা ও গণবিশ্বাসের পরিপন্থী। সুত্রের খবর, ওই যুবককে আটক করা হয়েছে।

সেবক করোনেশন ব্রিজ নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও ছড়ানোয় ইতিমধ্যেই ওই যুবকের নামে ইমেল মারফত নাগরাকাটা থানায় অভিযোগ পাঠানো হয়েছে। অভিযোগপত্র সংশ্লিষ্ট পুলিশ বিভাগ, সাইবার সেল ও অন্যান্য প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়, Pancham Oraon ওরফে Rahul Kujur নামের একজন Facebook ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে সেবক ব্রিজ ভেঙে পড়ার বিভ্রান্তিকর ভিডিও এবং গ্রাফিক ছবি শেয়ার করেছেন, যা উত্তরবঙ্গের সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্কের জন্ম দিয়েছে।

সেবক করোনেশন ব্রিজ, বা ‘বাঘপুল’, এই অঞ্চলের ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ সংযোগসেতু—তাই এমন বিভ্রান্তিকর প্রচার জনমনে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ।

About The Author