৩৪-এই হৃদরোগে আক্রান্ত পঞ্চায়েত সিরিজ খ্যাত অভিনেতা Asif Khan

৩৪-এই হৃদরোগে আক্রান্ত পঞ্চায়েত সিরিজ খ্যাত অভিনেতা Asif Khan; নিজের অসুস্থতার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে

‘পঞ্চায়েত’ এবং ‘পাতাললোক’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজখ্যাত অভিনেতা আসিফ খানের আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর বিনোদন জগতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই তরুণ শিল্পীর বয়স মাত্র ৩৪ বছর।

সম্প্রতি তিনি নিজের অসুস্থতার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে, যেখানে হৃদয়ছোঁয়া কিছু কথায় তিনি উল্লেখ করেন— “আমার হার্ট অ্যাটাক হয়েছে… জীবনটা এখন একেবারে অন্যরকম হয়ে গেছে।” এই স্বীকারোক্তি অনুরাগীদের মধ্যে বিস্ময় ও শঙ্কা বাড়িয়ে তোলে। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাঁর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আসিফ খান তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে রোজকার জীবনের চরিত্রগুলিকে বাস্তবতার ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। ‘পঞ্চায়েত’-এর যুব প্রধান বা ‘পাতাললোক’-এর মারকাটারি চরিত্রে তিনি ছিলেন সমান পারদর্শী। বয়সে তরুণ হয়েও তাঁর অভিনয়ে যে পরিপক্বতা ছিল, তা বহু দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন, আর সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া বার্তায় স্পষ্ট—এই ঘটনার পর জীবন ও স্বাস্থ্য সম্পর্কে তাঁর ভাবনায় আমূল পরিবর্তন এসেছে। তিনি লেখেন, “ভালোবাসা দিন, জীবন অনিশ্চিত।”

তার সহকর্মী ও অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য সচেতনতা এবং তরুণদের হৃদরোগ ঝুঁকি নিয়েও প্রশ্ন উঠে এসেছে।

About The Author