আর কয়েক ঘণ্টা! পৃথিবীতে রওনা হচ্ছেন শুভাংশুরা, ২২ ঘণ্টার যাত্রা শেষে ‘স্প্ল্যাশডাউন’

ভারতের গর্ব, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, মহাকাশে প্রায় ১৮ দিনের সফল অভিযান শেষে এবার ফিরছেন পৃথিবীতে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁর যাত্রা শুরু হবে ১৪ জুলাই, ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টায়, এবং প্রায় ২২ ঘণ্টা পর, ১৫ জুলাই বিকেল ৩টায় তিনি ও তাঁর সহযাত্রী মহাকাশচারীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবেন।

এই অভিযানের নাম ‘আকাশ গঙ্গা’, যা NASA, ISRO এবং Axiom Space-এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। শুভাংশু শুক্লা হলেন দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পা রাখলেন, উইং কমান্ডার রাকেশ শর্মার পর। তাঁর নেতৃত্বে ভারতীয় পক্ষ থেকে ৭টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালিত হয়েছে, যার মধ্যে ছিল—

  • টার্ডিগ্রেডস: মহাকাশে ক্ষুদ্র প্রাণীর অস্তিত্ব ও প্রজনন
  • মেথি ও মুগ ডাল: মহাকাশে খাদ্য উৎপাদনের সম্ভাবনা
  • সায়ানোব্যাকটেরিয়া: অক্সিজেন ও জৈবজ্বালানির উৎস হিসেবে গবেষণা
  • মায়োজেনেসিস: মানুষের পেশিকোষের উপর মহাকাশের প্রভাব

এই গবেষণাগুলি ভবিষ্যতের গগনযান মিশন এবং ভারতীয় মহাকাশ স্টেশন নির্মাণের পথে গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে। ISRO-এর মেডিক্যাল টিম শুভাংশুর স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রেখেছে, এবং তাঁর শারীরিক অবস্থা একেবারে সুস্থ ও চনমনে বলে জানানো হয়েছে।

পৃথিবীতে ফিরে আসার পর, শুভাংশুকে ৭ দিনের পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে, যাতে তাঁর শরীর আবার পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

এই ঐতিহাসিক যাত্রা শুধু একজন নভচরের নয়, বরং ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণের প্রতীক। গোটা দেশ প্রস্তুত, শুভাংশুকে বীরের সম্মানে স্বাগত জানানোর জন্য।

About The Author