বৃষ্টি নেই, ফেটে যাচ্ছে মাঠ! ব্যাঙের বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরা

বৃষ্টির দেখা নেই, জলের অভাবে মাঠ শুকিয়ে গেছে, পাট পচছে না —এই সংকটের মুখে মানুষ আশ্রয় নিয়েছেন লোকসংস্কৃতির সেই রীতিতে, যেখানে ব্যাঙের বিয়ে দিলে নাকি প্রকৃতি প্রসন্ন হয়, আর বৃষ্টি নামে।

জলপাইগুড়ি: সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই, মাঠ শুকিয়ে গেছে, চাষাবাদ অনিশ্চয়তায়। এই অবস্থায় শতাব্দীপ্রাচীন লোকবিশ্বাসে ভর করে ব্যাঙের বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরা। বাজল ব্যান্ড পার্টির বাজনা। নাচ গান খাওয়া দাওয়া, বাদ গেল না কিছুই।

ধুপগুড়ির বারঘরিয়া অঞ্চলের ভেমটিয়া গ্রামে ধরা পড়ল এই দৃশ্য। প্রদীপ জ্বালিয়ে গঙ্গাকে নেমন্তন্ন জানিয়ে শুরু হয় এই আচার। দুটি ব্যাঙকে বর-বৌ সাজিয়ে—বেজে ওঠে বিয়ের বাদ্য। এই ব্যাঙের বিয়ে উপলক্ষে গ্রামবাসীদের জন্য খিচুড়ির ব্যবস্থাও করা হয়।

গ্রামবাসীদের বিশ্বাস, এই রীতিতে প্রকৃতি প্রসন্ন হয়, আর বৃষ্টি নামে। স্থানীয়রা বলছেন, চারিদিকে গরম, বৃষ্টি নেই, হাহা কার অবস্থা। তাই বাধ্য হয়ে এই লোকাচার। যদিও বিশেষজ্ঞদের মতে, এই রীতির পেছনে বাস্তবিক প্রভাব না থাকলেও, এটি মানবিক ঐক্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ মাত্র। ক্রমাগত জলসংকটের মধ্যে সমাজ যখন বিপর্যস্ত, তখন এই ধরনের আয়োজন মানুষের মনোবল গড়ে তোলে।

About The Author