দিঘা ঘুরতে যাওয়ার আনন্দের পরিকল্পনা মুহূর্তেই মুছে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায়। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রানি সরাই এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন স্করপিও গাড়ির চার যাত্রী। এবিপি আনন্দের কথায়, দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে।
জানা গিয়েছে, আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার পথে রওনা দিয়েছিল একটি স্করপিও গাড়ি। সকাল ছ’টা নাগাদ রানি সরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টোদিকের লেনে ঢুকে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্করপিওটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়, ভিতরে থাকা চার জন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গ্যাস কাটার দিয়ে গাড়ির ধাতব শরীর কেটে দেহগুলি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার ফলে সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, লরি ও স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে লরিচালকের খোঁজ এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঠিক কী কারণে স্করপিও নিয়ন্ত্রণ হারাল—তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে গাড়ির গতি, চালকের মাদকাসক্তি বা ঘুমের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।
এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল, পর্যটন মরশুমে যাত্রী নিরাপত্তা রক্ষায় আরও কড়া নজরদারি প্রয়োজন। রানি সরাই এলাকায় ইতিপূর্বেও একাধিক দুর্ঘটনার রেকর্ড রয়েছে। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট গতি সীমা ও পুলিশি নজরদারি না বাড়ালে এমন মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে।